ওয়েব ডিজাইনস | বাংলা ব্লগ | হিস্টি অব সিলেট smile smile smile smile smile

সোমবার, ১৯ ডিসেম্বর, ২০১১

এইচ টি এম এল (পর্ব-২) HTML এর ব্যাসিক আলোচনাঃ

HTML Document (ওয়েব পেজ) এর ব্যাসিক লুইটি অংশ আছে। একটি head ট্যাগ আর অন্যটি body ট্যাগ। এরা শুরু হয় <head> <body> ট্যাগ দিয়ে এবং শেষ হয় </head>  </body> ট্যাগ দিয়ে। সমস্ত HTML কোডকে  <html> ......... </html> ট্যাগের মাঝে রাখতে হয়। চলুন আমরা একটি HTML এর ব্যাসিক স্ট্যাকচার দেখিঃ
<html>
<head>
এখানে আপনি css, java script, style sheet এর ব্যাবহার করতে পারবেন।
<title>
এখানে ওয়েব পেজের শিরনাম ব্যাবহার করতে পারবেন।
</title>
</head>
<body>
একটি ওয়েব পেজের যাবতীয় content সমূহ ( text, Image, Table, Form, Audio, Video ইত্যাদি) এই ট্যাগের মধ্যে লিখতে হবে।
</body>
</html>

(আজ এই পর্যন্ত। আগামীতে আবার ও দেখা হবে। ধন্যবাদ সবাইকে।)

রবিবার, ৩০ অক্টোবর, ২০১১

এইচ টি এম এল (পর্ব- ১) ওয়েব ডিজাইন ও ডেপেলপমেন্ট কি?


অতীতের ওয়েব ডিজাইন ও ডেপেলপমেন্ট আলাদা ভাবলেও বর্তমানে তা আভীন্ন। ওয়েব ডিজাইন বলতে বুঝায় ওয়েব সাইটের Outlook অর্থাৎ বাহিক রুপ তৈরি করা। এর জন্য দরকার হবে HTML, CSS, Photoshop, Flash । ওয়েব ডেভেলপমেন্ট বলতে বুঝায় ওয়েব প্রোগ্রামিং এর সাহাযে্য   ওয়েব এপ্লিকেশন তৈরি করা। এর জন্য আপনাকে জানতে হবে php, java script, xml, database, Framework   

 তথ্যঃ html5 বাংলা ই বুক। লেখকঃ আব্দুল্লাহ আল-ফারুক।

শনিবার, ১৫ অক্টোবর, ২০১১

থিম সম্মন্ধে প্রাথমিক আলোচনাঃ

ওয়ার্ডপ্রেস থিম (থিম তৈরি করেছেন মিশকাত আহমদ)
প্রথমে আপনাকে জানতে হবে যে জিনিসটি তা হল, HTML । কারন, আপনি থিম বলেন আর টেম্পলেট বলেন প্রথমে আপনাকে HTML জানতে হবে। আপনি একজন দক্ষ ওয়েব ডিজাইনার বা ডেভেলপার হতে চান তবে আপনাকে অবশ্যই ইহা জানতে হবে। কিছু সফটওয়্যার দ্গারা ওয়েব ডিজাইন করা যায় কিন্ত এতে কিছু লিমিটেশন আছে যা আপনাকে নিজের মতো করে কাস্টোমাইজ করতে দিবে না, তখন আপনার জানা দরকার হবে HTML coding । আর HTML প্রায় এক সপ্তাহ অনুশীন করলে আয়ত্ত করা সম্ভব। তাই পরবর্তিতে HTML সম্মন্ধে আলোচনা করা হবে। ধন্যবাদ সবাইকে।।
 

ওয়েব ডিজাইন এর বিভিন্ন তথ্য Copyright © 2011 This template customize by Mishkat Ahmed