HTML Document (ওয়েব পেজ) এর ব্যাসিক লুইটি অংশ আছে। একটি head ট্যাগ আর অন্যটি body ট্যাগ। এরা শুরু হয় <head> ও <body> ট্যাগ দিয়ে এবং শেষ হয় </head> ও </body> ট্যাগ দিয়ে। সমস্ত HTML কোডকে <html> ......... </html> ট্যাগের মাঝে রাখতে হয়। চলুন আমরা একটি HTML এর ব্যাসিক স্ট্যাকচার দেখিঃ
<html>
<head>
এখানে আপনি css, java script, style sheet এর ব্যাবহার করতে পারবেন।
<title>
এখানে ওয়েব পেজের শিরনাম ব্যাবহার করতে পারবেন।
</title>
</head>
<body>
একটি ওয়েব পেজের যাবতীয় content সমূহ ( text, Image, Table, Form, Audio, Video ইত্যাদি) এই ট্যাগের মধ্যে লিখতে হবে।
</body>
</html>
(আজ এই পর্যন্ত। আগামীতে আবার ও দেখা হবে। ধন্যবাদ সবাইকে।)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন