![]() |
ওয়ার্ডপ্রেস থিম (থিম তৈরি করেছেন মিশকাত আহমদ) |
প্রথমে আপনাকে জানতে হবে যে জিনিসটি তা হল, HTML । কারন, আপনি থিম বলেন আর টেম্পলেট বলেন প্রথমে আপনাকে HTML জানতে হবে। আপনি একজন দক্ষ ওয়েব ডিজাইনার বা ডেভেলপার হতে চান তবে আপনাকে অবশ্যই ইহা জানতে হবে। কিছু সফটওয়্যার দ্গারা ওয়েব ডিজাইন করা যায় কিন্ত এতে কিছু লিমিটেশন আছে যা আপনাকে নিজের মতো করে কাস্টোমাইজ করতে দিবে না, তখন আপনার জানা দরকার হবে HTML coding । আর HTML প্রায় এক সপ্তাহ অনুশীন করলে আয়ত্ত করা সম্ভব। তাই পরবর্তিতে HTML সম্মন্ধে আলোচনা করা হবে। ধন্যবাদ সবাইকে।।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন